গাজায় নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় প্রাণ গেল শিশুসহ ১৫ জনের

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
গাজায় খান ইউনিসের নুসেইরাত শরণার্থী শিবির এবং রাফায় বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে শিশু ও নারীসহ ১৫ জন নিহত হয়েছেন। আল জাজিরার এবং ওয়াফা নিউজ এজেন্সি এতথ্য নিশ্চিত করেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, নাসের হাসপাতালের কমপ্লেক্সে গণকবর থেকে তারা শত শত মরদেহ উদ্ধার করেছেন। ৩৯২ মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহ তিনটি গণকবর থেকে উদ্ধার করা হয়। আপাতত সেখানে তল্লাশি কার্যক্রম শেষ করেছে।

শিরোনাম