সংবাদ জমিন,আন্তর্জতিক ডেস্কঃ
গাজায় সর্বাত্মক হামলা শুরু করেছে ইসরাইল। চারদিকে শুধু লাশ আর লাশ, ধ্বংসস্তূপ। বিধ্বস্ত ভবনের নিচ থেকে ধুলিমাখা রক্তাক্ত কোনো শিশু মুখ বের করে বিস্ময়ে তাকিয়ে দেখছে বিশ্বকে। কত নিষ্ঠুর, কতটা নির্দয় দুনিয়ার মানুষগুলো! তাদের জীবনকে প্রকাশ্যে, সবার চোখের সামনে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে বর্বর ইসরাইল।
বিশ্ববাসী, বিশ্ব নেতারা শুধু বিবৃতি, বৈঠকের পর বৈঠক করেই তাদের দায়িত্ব শেষ করছেন। কার্যকর কোনো উদ্যোগ না থাকায় গাজায়, বিশেষ করে দক্ষিণ গাজায় অকাতরে মরছে মানুষ। এ পরিস্থিতিকে ‘নারকীয় দৃশ্য’ বলে অভিহিত করেছেন জাতিসংঘের একজন কর্মকর্তা। তিনি ফিলিস্তিনে জাতিসংঘের মানবিক সহযোগিতা বিষয়ক কর্মকর্তা লিন হ্যাস্টিংস। সোমবার তিনি সতর্ক করেন, গাজায় মানবিক ত্রাণ সরবরাহ পর্যন্ত আটকে আছে। এতে সেখানে আরও ভয়াবহ নারকীয় দৃশ্য সৃষ্টি করবে।