গলায় জ্যান্ত কৈ মাছ আটকে যুবকের মৃত্যু

 

চাঁদপুর প্রতিনিধি ঃঃ
চাঁদপুরের হাজীগঞ্জে গলায় জ্যান্ত কৈ মাছ আটকে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বিকালে উপজেলার পৌর এলাকার এনায়েতপুর গ্রামের বজেন্দ্র ডাক্তারের বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সে ওই বাড়ির বিরেন্দ্রের ছেলে।

জানা গেছে, হাজীগঞ্জ পৌর এলার এনায়েতপুরের বাসিন্দা শিমুল (৪০) কৈ মাছ ধরতে তাদের পুকুরে নামে। একটি কৈ মাছ ধরে মুখে কামুড় দিয়ে রাখে। আরও একটি মাছ পায়ের নীচে অনুভব করলে সে ওই মাছটি ধরতে গেলেই মুখের মাছটি গলায় গিয়ে আটকা পড়ে। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নেয়া হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের স্বাস্ব্য কর্মকর্তা ডা. শোয়েব আহম্মদ চিশতী সংবাদ মাধ্যমকে জানান, হাসপাতালের চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে পথেই শিমুলের মৃত্যু হয়।

 

শিরোনাম