গরু চুরির অভিযোগে যুবলীগ নেতা ও তার সাঙ্গপাঙ্গরা গ্রেফতার

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ফেনীর সোনাগাজীতে গরু চুরির অভিযোগে যুবলীগ নেতা ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চারটি গরু উদ্ধার করা হয়। শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন,মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতবাড়িয়া গ্রামের আবদুল হকের ছেলে আরিফুল ইসলাম সোহাগ, দক্ষিণ চরচান্দিয়া গ্রামের আমিন উল্যাহর ছেলে আবুল কাসেম সিরাজ, ছিদ্দিকুর রহমানের ছেলে শহীদুল ইসলাম সোহেল, আনন্দিপুর গ্রামের আবু তাহেরের ছেলে মো. আরিফ, চরগণেশ গ্রামের আবুল হোসেনের ছেলে মো. রাসেল, ফেনী সদর উপজেলার মধ্যম ধলিয়া গ্রামের বকু হোসেনের ছেলে ইমাম হোসেন, যাত্রাসিদ্ধি গ্রামের সারোয়ার জাহান মামুন ও জিয়া উদ্দিন বাবলু।

গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের চান্দগাঁও, মাদারবাড়ি, মীরসরাই, ফেনীর কালীদহ ও সোনাগাজীর সাতবাড়িয়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তথ্যসূত্র-ইনকিলাব

শিরোনাম