খেলায় বাঙ্গালীদের হাতে পাকিস্তানের পতাকা প্রদর্শন যেন পরাধীনতার সামিল

কোহিনূর ইসলাম রাব্বি ঃঃ
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ঘিরে আলোচনা তুঙ্গে। দেশ স্বাধীন হয়েছে প্রায় ৫০ বছর। দেশ মাতৃকার বিজয় নিশ্চিত করতে যারা জীবন দিয়েছিলেন তাদের রক্ত কি তাহলে বৃথা? ভাবতেও অবাক লাগে স্বাধীনতার ৫০ বছরেও সেই পাকিস্তান প্রীতি এখনো যায়নি।

পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ চলার সময় গ্যালারীতে যেসব বাঙ্গালী পাকিস্থানের পতাকা হাতে উল্লাস প্রকাশ করেছে, তাতে গোটা বাঙ্গালী জাতি লজ্জিত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওরা কারা? ওদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হলো না কেন? এটা রাষ্ট্রদ্রোহ অপরাধ। এ দেশের নাগরিক হয়ে অন্য দেশের পতাকা আমার হাতে থাকতে পারে না। তাও মেনে নেয়া যেত, যদি অন্য দেশের সাথে খেলা হতো? নিজ দেশের সাথে খেলার সময় পাকিস্তান পতাকা বহন কিছুতেই মেনে নেয়া যায় না।

শহীদদের আত্মার শান্তি ও বাঙ্গালী জাতির লজ্জা থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই বাংলাদেশ সরকারের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিৎ। আর তা নাহলে ভেবে নেব, আমরা স্বাধীনতা লাভ করিনি, এখনো পরাধীন রয়ে গেছি। এ ঘটনা প্রমাণ করে রাজাকার ও তাদের উত্তরসূরীদের পদচাণায় নীরবে প্রকম্পিত হচ্ছে সর্বত্র। সুযোগ পেলেই ছোবল মারবে। স্বাধীনতার বাণী নিরবে নিভৃতে কাঁদে। অঝোরে কাঁদছে শহীদদের আত্মা।

শিরোনাম