খুলনায় পিতার হতে শিশু কন্যা খুন

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
পারিবারিক কলহের কারণে আড়াই মাস বয়সী এক কন্যাকে হত্যা করলেন পিতা। গত বুধবার রাত সোয়া ১২টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভাণ্ডারপাড়া গুচ্ছগ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ পিতা মো. উজ্জ্বল (২৫)কে গ্রেপ্তার করেছে। তিনি ওই এলাকার সামাদ শেখের ছেলে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বলেন, বুধবার রাতে মো. উজ্জ্বল ও তার পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ বাধে। এ সময় মে‌য়ে তামিমা পিতার কাছে ছিল। কথা কাটাকাটির একপর্যায়ে উজ্জ্বল তার কোল থেকে তামিমাকে আছাড় মারে। সবাই ঝগড়ায় ব্যস্ত ছিল। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী লক্ষ্য করে শিশুটির অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের অবহিত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে রক্তাক্ত অবস্থায় ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মামলা হয়েছে।পুলিশ খুনি পিতাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

শিরোনাম