খুলনায় স্ত্রীর মামলায় পুলিশের এসআই শ্রীঘরে

খুলনা প্রতিনিধিঃ
খুলনায় স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত পুলিশের এসআই মো. সোয়াদ বিন মোবারককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি খুলনার খানজাহান আলী থানার শিরোমনি গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। গত ৯ই নভেম্বর বৃহস্পতিবার খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। জানা যায়, চলতি বছরের ২রা সেপ্টেম্বর খুলনার খানজাহান আলী থানার যোগিপোল এলাকার জাকিয়া সুলতানা আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে খানজাহান আলী থানায় গত ২রা সেপ্টেম্বর মামলাটি রুজু হয়। মামলার

বাদী এজাহারে উল্লেখ করেন, ২০২২ সালের ১৬ই মার্চ সোয়াদ বিন মোবারকের সঙ্গে জাকিয়া সুলতানার বিয়ে হয়। বিয়ের সময় জাকিয়া সুলতানার পিতা সংসারের আসবাবপত্রসহ টিভি, ফ্রিজ, ইয়ামাহা মোটর সাইকেল সোয়াদের পরিবার দাবি করে যা বিয়ের সময় দিয়ে দেয়া হয়। এ ছাড়া বিয়ের সময় ৬ ভরি স্বর্ণের দাবি করলে সেটাও মেয়ের সুখের কথা ভেবে তার পিতা দেয়। বিয়ের পর থেকে ১৫ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে। যৌতুকের টাকা না দেয়ায় জাকিয়া সুলতানাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে।

শিরোনাম