খুলনা প্রতিনিধিঃ
স্বামী হত্যার অভিযোগ তুলে নিজের ছোট মেয়েসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন মা ফারজানা আফরিন। মামলার আসামি বাদীর নিজের ছোট মেয়ে সুমাইয়া বিনতে কবির (১৬)। সুমাইয়া নগরীর দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়ার এলাকার শেখ হুমায়ুন কবিরের মেয়ে। সোমবার খুলনা মহানগরী দৌলতপুর থানায় মামলাটি দায়ের করা হয়।
বাদী ফারজানা আরফিন মামলার এজাহারে তার স্বামী শেখ হুমায়ুন কবিরকে ছোট মেয়ে ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। মেয়ে সুমাইয়া এ ঘটনা তাদের কাছে স্বীকার করেছে বলে তিনি দাবি করেছেন। ফারজানা আরফিন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গত ৩রা জুলাই রাত ১০টা থেকে পরদিন সকালের যেকোনো সময় এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, বাবা মেয়েকে শাসন করতো- তাই রাগের বশবতী হয়ে রাতের খাবার ও পানির সঙ্গে ওষুধ মিশিয়ে সুমাইয়া বাবা হুমায়ুন কবিরকে অজ্ঞাতনামা ২/৩ জন মিলে হত্যা করেছে। তার (স্বামী) বাম হাতের বাহুতে দু’টি ছিদ্র ও হাতে রক্ত ছিল বলেও তিনি দাবি করেন। তিনি স্বামীর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য স্বামীর লাশ কবর থেকে উত্তোলন ও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানান।