খুলনায় প্রকাশ্য দিবালোকে ইউপি চেয়ারম্যান হত্যার আসামিকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধিঃ
খুলনায় ইউপি চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামি শেখ আনসার আলীকে গুলি করে হত্যা করা হয়েছে। নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকার লিন্ডা ক্লিনিকের সামনে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। নিহত শেখ আনসার আলী দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক।

পুলিশ জানায়, শুক্রবার তিনি জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লিন্ডা ক্লিনিকের সামনে পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসীরা তাকে গুলি করে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে। তার শরীরে পরপর ৩টি গুলি করা হয়। পুলিশ আরো জানায়,এ ব্যাপারে মামলা হয়েছে।জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম