খুলনায় দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল যুবলীগ নেতার

খুলনা প্রতিনিধিঃ
খুলনায় আল-আমিন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেটে এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আল-আমিন পূর্ববানিয়াখামার লোহার গেট এলাকার বাসিন্দা জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি ২৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ব বানিয়াখামার এলাকার মামুনের গ্যারেজে এসে বসলে কয়েকজন দুর্বৃত্ত চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। দুর্বৃত্তরা তার ডান ও বাম পায়ের হাঁটু, বাম হাতের আঙ্গুলসহ বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় লোহারগেট গ্যারেজ মালিক তৈয়েবুর রহমান মামুনকে পুলিশ আটক করেছে। অপর একটি সূত্র জানায়, প্রতিপক্ষের রোষানলে পড়ে আল-আমিনকে ২ মাস আগে পুলিশ আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মিস্ত্রিপাড়া এলাকা থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

শিরোনাম