খুনের মামলায় সাবেক সংসদ সদস্য আওয়াল কারাগারে

 

নিজস্ব প্রতিনিধি ঃঃ
রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিন হত্যা মামলার এক নম্বর আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এমএ আউয়ালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল চারদিনের রিমান্ড শেষে আউয়ালকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

জমির বিরোধকে কেন্দ্র করে গত ১৬ই মে সাহিনুদ্দিনকে প্রকাশ্যে হত্যা করা হয়। ওই ঘটনায় রাজধানীর পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন নিহত সাহিনুদ্দিনের মা আকলিমা বেগম। ওই হত্যা মামলার মূল পরিকল্পনাকারী হচ্ছেন সাবেক এমপি এমএ আউয়াল এবং তিনি এক নম্বর আসামি।

 

শিরোনাম