খালেদা জিয়া করোনামুক্ত : বাইরে যেতে বাঁধা নেই

 

স্টাফ রিপোর্টার ঃঃ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনামুক্ত হয়েছেন।বৃহস্পতিবার (৬ মে) তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ২৫ দিন পর সেরে উঠলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিএনপির নেত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্র সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, বৃহস্পতিবার সকালে করোনার নমুনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। দুপুরে রিপোর্ট আসে নেগেটিভ। এদিকে খালেদা জিয়া এখন বাইরে গিয়েও চিকিৎসা করাতে পারবেন। তার জন্য কোন বাঁধা নেই। সূত্রমতে, সিঙ্গাপুরে নেয়া হতে পারে খালেদা জিয়াকে। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে এ খবর এখনো নিশ্চিত করা হয়নি।

শিরোনাম