খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কাছে বিএনপির স্মারকলিপি

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে মানিকগঞ্জে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে সকাল দশটার দিকে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবীর জিন্নাহ, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট মোকসেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন আহমেদ জাদু, নারীনেত্রী সালেহা হাবিবসহ আরো অনেকে।

শিরোনাম