সংবাদ জমিন রিপোর্টঃ
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফের কেবিনে স্থানান্তর করা হয়েছে। আজ দুপুরে তাকে সিসিইউ থেকে কেবিনে নেয়া হয়।
এর আগে রাত পৌনে ৪টায় তাকে শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) নেয়া হয়।