খালেদা জিয়াকে নিয়ে সোস্যাল মিডিয়ায় অশোভন মন্তব্যের জেরে আশুলিয়ায় ইমাম গ্রেফতার

সাভার প্রতিনিধিঃ
খালেদা জিয়াকে নিয়ে সোস্যাল মিডিয়ায় অশোভন মন্তব্যের জেরে ইমামকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে,বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে ফেসবুকের পোস্টে অশোভন মন্তব্য করার অভিযোগে মো. এবাদুল ইসলাম (৩১) নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে দায়ের করা মামলায় সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে বরিশালের উজিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার ঢাকার আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারের পর আজ ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শিরোনাম