খালেদার অবস্থা ভালোর দিকে

 

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
খালেদার অবস্থা ভালোর দিকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তার শরীরে টেম্পারেচার নেই, শ্বাসকষ্ট নেই। কিন্তু পোস্ট কোভিড জটিলতায় তার হার্ট ও কিডনিতে কিছুটা জটিলতা রয়েছে।

শনিবার বিকালে মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠকে বসেন। সেখানে তারা বেগম জিয়ার সর্বশেষ স্বাস্থ্যের পরিস্থিতি পর্যালোচনা করেন। এদিন রাতেই তার সিটি স্ক্যান করা হবে। বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের এক চিকিৎসক সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার মেডিকেল বোর্ড তার রিপোর্ট রিভিউ করেছে।

শিরোনাম