খামেনির ইমামতিতে হানিয়ার ১ম জানাজা সম্পন্ন, শুক্রবার দাফন

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানে নিহত হওয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। হানিয়ার নামাজে জানাজায় ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার সকালে রাজধানী তেহরানে হানিয়ার সঙ্গে তার দেহরক্ষীরও জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ইরানের হাজার হাজার সাধারণ জনগণ। এ খবর দিয়েছে আল জাজিরা।

এতে বলা হয়, হানিয়ার জানাজাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন হাজার হাজার মানুষ। এসময় তারা ফিলিস্তিনের পতাকা জড়ানো বিভিন্ন পোস্টার নিয়ে জানায় শামিল হন। জানাজা শেষে হানিয়ার লাশ তেহরানের বিখ্যাত আজাদি স্কয়ারে নিয়ে গেলে হানিয়ার কফিনের সঙ্গী হন দেশটির হাজার হাজার জনতা।

শিরোনাম