খাদ্যের অভাবে গাজায় ঘোড়ার মাংস খাওয়ানো হচ্ছে শিশুদের
সংবাদ জমিন,অন্তর্জাতিক ডেস্কঃ
ইসরাইল এবং হামাস যোদ্ধা গোষ্ঠীর মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের জেরে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। শিশু ও বয়স্করা খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এর মধ্যেই উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আবু জিব্রিল এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তার পরিবারের সদস্যরা ক্ষিদের জ্বালায় এতটাই জর্জরিত ছিলেন যে ঘোড়ার মাংস ছাড়া তার কাছে আর কোনও উপায় ছিল না। অনাহারে মৃত্যু হচ্ছে মানুষের ।
১৯৪৮ সালে স্থাপিত হওয়া জাবালিয়া শিবিরটি মাত্র ১.৪ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। ঘনবসতিপূর্ণ শিবিরটিতে দূষিত জল, বিদ্যুৎ বিভ্রাট এবং অতিরিক্ত ভিড় এরই মধ্যে একটি প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক লক্ষেরও বেশি মানুষ দারিদ্র্য, চরম বেকারত্বের মধ্যে রয়েছে। যুদ্ধ থেকে পালিয়ে, ৬০ বছর বয়সী জিব্রিল ইসরাইলি বোমাবর্ষণের পর নিকটবর্তী বেইত হানুন থেকে এসেছিলেন।