খাগড়াছড়িতে গুলি করে ২ যুবককে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ২টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকালে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে এ মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন,আলোপন চাকমা (৪৭) ও প্রীতিময় চাকমা (৪৬)। এরা উভয়ই আঞ্চলিক কোন সংগঠনের সদস্য হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

জানা যায়, সকালে জুম চাষ করতে পাহাড়ে যাওয়ার সময় স্থানীয়রা মৃতদেহ ২টি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ ২টি উদ্ধার করে। পুলিশ জানায়,হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

শিরোনাম