ক্রেতা না থাকায় হতাশ ব্যবসায়ীরা

 

সংবাদ জমিন ডেস্ক ঃঃ
করোনাভাইরাস সংক্রমণ রোধে ২৮ এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে রোববার (২৫ এপ্রিল) খুলেছে দোকানপাট ও শপিংমল। ব্যবসায়ীদের লোকশান এড়াতেই এই সিদ্ধান্ত। করোনাভাইরাস নিয়ন্ত্রণের ‘কঠোর’ লকডাউনের মধ্যেই খুলে দেয়া বিপণিবিতানের প্রথম দিনই শপিং মলগুলোতে ক্রেতার উপস্থিতি দেখা গেছে কম।

গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই লকডাউনের বিধি নিষেধ রোববার একাদশ দিনে এসে শিথিল করা হয়েছে মানুষের ‘জীবন-জীবিকার’ বিবেচনায়। এখন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু শপিংমল খোলার প্রথম দিনে ক্রেতা না থাকায় হতাশ ব্যবসায়ীরা।রাজধানীসহ সারা দেশেই এ পরিস্থিতি লক্ষ্য করা গেছে।

শিরোনাম