ক্যাটরিনা নাকি ২ মাসের অন্তঃসত্ত্বা!

সংবাদ জমিন,বিনোদন ডেস্কঃ
ক্যাটরিনা নাকি ২ মাসের অন্তঃসত্ত্বা!নায়ক-নায়িকারা প্রেমে পড়লে, তাদের বিয়ে কবে তা নিয়ে গুঞ্জনে মেতে ওঠে। আবার নায়ক-নায়িকারা বিয়ে করলে, কবে তাদের সন্তান জন্ম নেবে, তা নিয়ে যত জল্পনা।

এই যেমন, বলিউডের গুঞ্জন পাড়া এখন ব্যস্ত ক্যাটরিনা কাইফের মা হওয়ার খবর নিয়ে। আর এই গুঞ্জনে বারুদ ঢালল বলিউডের বেশ কয়েকজন প্রযোজক! ব্যাপারটা কী? ক্যাটরিনা কাইফ নাকি দুমাসের অন্তঃসত্ত্বা! আর এই সময়টা নির্ভৃতে কাটানোর জন্যই নাকি ঘন ঘন ঘুরতে বেড়িয়ে পড়ছেন ভিকি ও ক্যাট। এ সবই নজরে রেখেছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের অনুরাগীরা। এ নিয়ে তারকা মহলে চলছে নানা গুঞ্জন।

শিরোনাম