কোপা আমেরিকায় চিলিকে হারিয়ে ব্রাজিল সেমিফাইনালে

 

সংবাদ জমিন, স্পোর্টস ডেস্ক ঃঃ
প্রায় অর্ধেক সময় একজন কম নিয়ে খেলেও চিলিকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে লুকাস পাকেটা ফল নির্ধারনী একমাত্র গোলটি করেন।

৪৯ মিনিটের সময় গ্যাব্রিয়েল জেসুস লাল কার্ড দেখলে বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয় স্বাগতিকদের। চিলি চাপ সৃষ্টি করে খেলেও গোল করতে পারেনি। অপর দিকে ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিলও। ফলে ন্যুনতম ব্যবধানে জিতেই ব্রাজিল ওঠে সেমিফাইনালে।

শিরোনাম