কোন স্বপ্নই অপূর্ণ রইল না মেসির,ঘোষণা দিলেন খেলা চালিয়ে যাওয়ার

সংবাদ জমিন,স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপ ট্রফি জেতার পর লিওনেল মেসি ঘোষণা দিলেন খেলা চালিয়ে যাওয়ার। আর্জেন্টিনার রূপকথার মহানায়ক বলেছেন, ‘জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। চ্যাম্পিয়নের মতো খেলা চালিয়ে যেতে চাই।’

কাতার বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরা হয়েছেন মেসি। জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাবও। টুর্নামেন্টে ৭ গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট মেসির। অসংখ্য রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।

মেসি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন চারবার। একবার করে জিতলেন কোপা আমেরিকা ও বিশ্বকাপ। আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ৯৮ গোলও তার। সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার কোনো ইচ্ছাই আর অপূর্ণ নেই।

শিরোনাম