স্টাফ রিপোর্টারঃ
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বুধবার সারাদেশে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম। তিনি জানান, বুধবার সকাল-সন্ধ্যা সারাদেশে এই কর্মসূচি পালিত হবে। শান্তিপূর্ণভাবে এই ব্লকেড কর্মসূচি পালন করতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ অনুযায়ী বুধবার সারা দিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেল ও সড়কপথ এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে বলে তিনি জানান। নাহিদ ইসলাম বলেন, এই আন্দোলন কিন্তু শিক্ষার্থীরা নিজেরাই তৈরি করেনি। হাইকোর্টের রায় ও সরকারের নিশ্চুপ ভূমিকার প্রেক্ষাপটে এই আন্দোলন।