সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
যশোরের কেশবপুরে ভিজিএফ কর্মসূচির আওতায় সরকারি মানবিক সহায়তা দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত ছাত্রলীগ নেতা জি এম সোহান (২৫) মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
গতকাল বুধবার রাতে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত ছাত্রলীগ নেতা জি এম সোহান কেশবপুর পৌরসভার ৯ নম্বর বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল হালিমের ছেলে। তার চাচা আবুল কালাম আজাদ কেশবপুর পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও গত পৌর নির্বাচনে পৌরসভার বালিয়াডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর। এ ব্যাপারে মামলা হয়েছে।