ঢাকা প্রতিনিধিঃ
কেরানীগঞ্জে একটি আবাসন প্রকল্পের দখল থাকা জলাশয় ও কৃষিজমি উদ্ধারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুই সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন। এ সময় দুই সাংবাদিককে মারধর ও তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে হামলার অভিযোগে দুইজনকে আটক করে। বুধবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকায় ‘মিলেনিয়াম সিটি’ আবাসন প্রকল্পের ভেতরে এ ঘটনা ঘটে।
অভিযানে নেতৃত্বে ছিলেন রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-২) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম। এ সময় হামলাকারীরা রাজউকের গাড়ি ও খননযন্ত্র ভাঙচুর করে। আহতরা হলেন,মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক মাজহারুল মিলন (৪৫) ও ক্যামেরাপারসন জহিরুল ইসলাম (৪২) এবং রাজউকের এস্কেভেটর চালক আবদুল খালেক (৫৫)।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, ‘রাজউকের উচ্ছেদ অভিযানের চিঠির বিষয়ে তিনি জানেন না। সকালে তাঁদের একটি জরুরি সভা ছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’