কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ব্যানার পোস্টার অপসারণ

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আনিসুর রহমানের নির্দেশনাক্রমে কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সকল রঙিন ব্যানার পোস্টার ও তোরুণ অপসারণ করা হয়েছে।

গতকাল সকাল ১১টায় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির রাজীব দত্ত, সার্ভেয়ার মিরাজ হোসেন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শিরোনাম