কেরানীগঞ্জে ঝুকিপূর্ণ স্টীলের সেতুর কারণে জন ভোগান্তি চরমে

 

কোহিনূর ইসলাম রাব্বি ঃঃ
ঢাকার কেরানীগঞ্জে ঝুকিপূর্ণ স্টীলের সেতুর কারণে জন ভোগান্তি চরমে। আর এই ভোগান্তির কারণে বিপাকে আছেন একটা বিশাল এলাকার শ্রমজীবি মানুষ ও কৃষকরা।

জানা যায়, উপজেলার হযরতপুর ইউনিয়নের ঢালি কান্দি স্টীলের সেতু নির্মাণ করা হয় দীর্ঘদিন আগে। প্রথমে এ সেতু ভাল থাকলেও পরে এ সেতু ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। সেতুর সমস্যার কারণে মাঝে-মধ্যে বন্ধ রাখা হয় যানবাহন চলাচল।

আবার শুরু হয়েছে সেই একই ঝামেলা। আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সেতুটি মেরামতের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে কেরানীগঞ্জ, সিংগাইর ও ঢাকার দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকছে। ভোগান্তির শিকার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। ব্যবসায়ী ও কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। এলাকাবাসী গুরুত্বপূর্ণ এ সেতুটির টেকসই মেরামতের জন্য যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। ছবি-সংগৃহীত ( সংশোধন করে প্রকাশ করা হলো)

শিরোনাম