কেরানীগঞ্জে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে একরাতে ৩ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার গোয়ালখালি এবং বাস্তা এলাকায় মো. আউয়াল, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ রিয়াজ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আউয়াল জানান, গভীর রাতে ২০-২৫ জনের একদল ডাকাত জোরপূর্বক তার বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এ সময় তারা ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে ডাকাতরা একই গ্রামের জসীমউদ্দীনের বাড়িতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয়। একই রাতে পার্শ্ববর্তী গ্রাম বাস্তার টিলাবাড়ি গ্রামে জনৈক রিয়াজ মাস্টারের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পড়ে। এ সময় তারা তার ছোট ভাইয়ের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে আলমারি ভেঙে টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, থানায় অভিযোগ নেয়া হয়েছে। আমরা তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নিবো।

শিরোনাম