কেরানীগঞ্জে আড়াই কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করলো উপজেলা প্রশাসন

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আড়াই কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি এলাকায় একটি প্রভাবশালী মহলের কবল থেকে এই সম্পত্তি উদ্ধার করা হয়।

এ ঘটনায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে একটি প্রভাবশঅলী মহলের হাত থেকে দখলমুক্ত করা হয়।আমাদের এ ধরণের অভিযোগ অব্যাহত থাকবে।

শিরোনাম