কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ফলাফল স্থগিত,পরিস্থিতি থমথমে

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঃঃ
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত করা হয়েছে। হযরতপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার তাইবুর রহমান জানান, গত ২৮শে নভেম্বর হযরতপুর ইউনিয়নের অনুষ্ঠিত নির্বাচনে লঙ্কারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯৩৭ ভোট কাস্ট হয়। তবে এর প্রিজাইডিং অফিসারের ফলাফল আমি গ্রহণ করি। তবে পরে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী অন্য একটি তালিকা দেন।

যাতে প্রথম ফলাফলের সঙ্গে দ্বিতীয় তালিকার ফলাফলের যথেষ্ট পার্থক্য রয়েছে। এজন্য আমরা এই অমীমাংসিত বিষয়টি সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়ে দিয়েছি। তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নৌকার প্রার্থী আনোয়ার হোসেন আয়নাল জানান, ৪৬ ভোটে এগিয়ে আছেন। স্বতন্ত্র প্রার্থী হাজী আলাউদ্দিনের দাবি,তিনি ১৬৯ ভোটে এগিয়ে আছেন। এ নিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মানববন্ধন ও নির্বাচন অফিস ঘেরাওয়ের ঘটনা ঘটিয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। তবে নির্বাচনের ফলাফল সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চান না। এদিকে হযরতপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

শিরোনাম