কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আব্বা ডেকেও প্রাণে বাঁচতে পারলেন না রাসেল। তাকে বাসা থেকে ডেকে নিয়ে তেলঘাট এলাকায় একটি ক্লাবে রাতভর নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন রাব্বিসহ ১৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছোট ভাই হৃদয় জানান, গত মঙ্গলবার রাতে রাসেলকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব উদ্দিন রাব্বি মোবাইলফোনে ডেকে তেলঘাট এলাকায় তার ক্লাবে নিয়ে যায়। সেখানে রাব্বিসহ ১২ জন সহযোগী মধ্যযুগীয় কায়দায় রাতভর পাশবিক নির্যাতন করে। এ সময় তার ভাই আব্বা আব্বা ডেকে প্রাণ ভিক্ষা চায়। কিন্তু নির্যাতনকারীরা এতেও ক্ষান্ত হয়নি। তারা আবারো তার ভাইয়ের উপর পাশবিক নির্যাতন চালায়। এতে তিনি মারা যান।
পরে রাব্বিসহ তার সহযোগীরা রাসেলের লাশ একটি বস্তায় ভরে কালীগঞ্জে তার ভাইয়ের ফ্লাট বাসায় তার স্ত্রীর কাছে দিয়ে আসে। এ সময় ওই সন্ত্রাসীরা তার ভাবীকে এ ব্যাপারে মুখ না খোলার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে যায়। ভোররাতে ঘাতক রাব্বির বাবা দুবাইজ্জা শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাসের উদ্দিন তার লোকজনের মাধ্যমে রাসেলের লাশ কালিগঞ্জ কবরস্থানে ঘটনাটি ধামা ধামা দেয়ার জন্য তড়িঘড়ি করে দাফনের চেষ্টা করে। এ সময় নিয়তের পরিবার পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করে। এ ঘটনায় রাসেলের বাবা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হাওলাদার বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসী রাব্বিকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে।