কেমন আছেন নয়া বিশ্ব নেতা পুতিন?

সংবাদ জমিন, আন্তর্জাতিক ডেস্কঃ
ভ্লাদিমির পুতিনের অসুস্থতার খবর নিয়ে এখন চারদিক সরগরম । কেউ বলছেন তিনি ব্লাড ক্যান্সারে মারা যেতে চলেছেন । কেউ বলছেন থাইরয়েড ক্যান্সার, আবার কেউ বলছেন তিনি পেটের ক্যান্সারে আক্রান্ত ।

এখানেই শেষ নয়, তিনি পারকিনসন্স বা ডিমেনশিয়াতেও আক্রান্ত হতে পারেন বলে খবর রটে গেছে। দৃষ্টিশক্তি হারাচ্ছেন পুতিন ।তার অঙ্গ-প্রত্যঙ্গ অনিয়ন্ত্রিতভাবে কাঁপছে। মদ্দা কথা, রাশিয়ান রাষ্ট্রপতি নাকি মারাত্মকভাবে অসুস্থ।বেশ কয়েকটি ব্রিটিশ ট্যাবলয়েড তো এই খবরও করেছে যে, পুতিন মারা গেছেন।

তবে এসব খবরের কোন সত্যতা মেলেনি। এসব সবই নাকি পশ্চিমা মিডিয়িার গুজব।

শিরোনাম