কৃতিত্বের সাথে কাব স্কাউট লিডার স্কীল কোর্স সম্পন্ন করলেন মোঃ মানিক মিয়া


মো: আলতাফ হোসেনঃ
বাংলাদেশ স্কউটস,জাতীয় সদর দফতর এর পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চল এর ব্যবস্থাপনায় প্রাথমিক বিদ্যালয় সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের অর্থায়নে গত ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর,২০২২ পর্যন্ত রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র,বাহাদুরপুর,গাজীপুর অনুষ্ঠিত হয় ১৬৭ তম কাব স্কাউট ইউনিট লিডার স্কীল কোর্স। মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন এ প্রশিক্ষণে এবং ১০ জন প্রশিক্ষক ছিলেন এ কোর্সে ।মো.আবুল কালাম আজাদ (এলটি) বাংলাদেশ স্কাউটস লিডার ট্রেনার কোর্স লিডারের দায়িত্বপালন করেন।

আবুল হোসেন (এলটি), ফরিদা ইয়াসমিন (এলটি),আব্দুর রহিম (এএলটি),মোহাম্মদ এয়াছিন (এএলটি) মহিউদ্দিন আহম্মেদ (এএলটি) অনিত্য চক্রবর্তী (এএলটি), আবু সোহেল খান (এএলটি), মো. আবুল কাশেম (এএলটি), মো. জাভেদ খান উডব্যাজার (সিএএলটি সম্পন্ন) মোট ৭ জন সহকারী লিডার ট্রেইনার এর মাধ্যমে এ কোর্সটি সম্পন্ন করা হয়।


শিরোনাম