কুষ্টিয়ায় রাতে স্কুল ছাত্রীর বিয়ে, দিনে লাশ

 

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে রিতা খাতুন নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ১৪ বছর বয়সী এই শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়া হয়েছিলো। রিতার বাবার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে। রিতার বাবা-মায়ের সংসার ছাড়াছাড়ি হওয়ার কারণে সে তার নানা বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে বসবাস করে আসছিল।

রিতা কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। সোমবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে রিতার নানা কাজীপুর গ্রামের কিন্নাল আলীর ঘর থেকে রিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা।

স্থানীয়রা জানান, রিতা খাতুনের সঙ্গে রোববার রাত ১১টার দিকে কাজীপুর গ্রামের সর্দারপাড়ার সৌদি ফেরত রফিকুল ইসলামের বিয়ে হয়। এ বিয়েতে রিতার সম্মতি ছিলোনা। এ নিয়ে সে অভিমানে সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। স্থানীয়দের ধারণা, জোরপূর্বক বাল্যবিবাহ দেয়ায় আত্মহত্যার পথ বেছে নেয় রিতা।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, বিষয়টি তদন্ত করা হবে।

শিরোনাম