কুষ্টিয়ায় কালবৈশাখী ঝড়ে উড়ে যাওয়া টিনের আঘাতে ১ যুবকের মৃত্যু

 

কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় কালবৈশাখী ঝড়ে উড়ে যাওয়া টিনের আঘাতে ১ যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বাড়ি দৌলতপুর উপজেলার মহিষাডোরার আল্লারদর্গা এলাকার শশীধরপুর গ্রামে। নিহত যুবক ঐ গ্রামের সাদ মন্ডলের ছেলে রবিউল (৪০)।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে রবিউল ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া হাটের আড়ত থেকে পেঁয়াজ কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় ঝড়ের কবলে পড়ে আল্লারদর্গা এলাকায় দফাদার ফিলিং স্টেশনের কাছে এক দোকানে আশ্রয় নেন।
এ সময় ঝড়ের বেগে পাশের দোকানের চালা থেকে টিন উড়ে রবিউলের ঘাড়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রবিউলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিরোনাম