কুষ্টিয়া প্রতিনিধি ঃঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ছিদ্দিক মন্ডলকে গুলি করে হত্যা করা হয়েছে। এঘটনায় গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছেন। আহতরা কুষ্টিয়া ও ভেড়ামারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চড়পাড়া গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত ছিদ্দিক মন্ডল চাঁদগ্রামের মৃত ওমর মন্ডলের ছেলে এবং চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নিহতের স্বজন আব্দুল হাকিম জানান, চাদঁগ্রাম ইউনিয়নের চড়পাড়ায় ক্ষেতে কাজ করছিলেন নিহত ছিদ্দিক মন্ডলের ছোট ভাই বাদশা মন্ডল (৪০)। পর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ জাসদ সমর্থিত মালিথা পক্ষের রনি ও মিন্টুসহ কয়েকজন হামলা চালায়। এসময় বাদশা মন্ডলকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। বাদশা মন্ডলের চিৎকারে তার ভাই আওয়ামী লীগ নেতা ছিদ্দিক মন্ডল (৫০), খালেক মন্ডল (৪৩) ও ইউনুচ মন্ডল (৪৮) সহ ৪জন ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়িভাবে গুলি করে।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।