কুষ্টিয়া বারের নির্বাচনে সভাপতিসহ ৯ পদে আ.লীগ ও পাঁচটিতে বিএনপিপন্থিদের জয়

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
কুষ্টিয়া বারের নির্বাচনে সভাপতিসহ ৯ পদে আ.লীগ ও পাঁচটিতে বিএনপিপন্থিদের জয়।কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৫-২০২৬) ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত নয়, বিএনপি সমর্থিত তিন, বিএনপির বিদ্রোহী দুই, জামায়াত সমর্থিত দুই এবং জাতীয় পার্টি সমর্থিত একজন নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হারুনুর রশিদ আবারও সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী এস এম শাতিল মাহমুদ। তিনি কুমারখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

শিরোনাম