কুমিল্লায় স্বামী-স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা : আটক-২
কুমিল্লা প্রতিনিধি ঃঃ
কুমিল্লা সদর উপজেলার সুবর্ণপুর গ্রামে এক পল্লী চিকিৎসক ও তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার মধ্যরাতে সুবর্ণপুর এলাকার মীরবাড়ীতে ওই জোড়া খুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন, বিল্লাল হোসেন (৬৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৫)।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পল্লী চিকিৎসকের বড় ছেলে প্রবাসী আমান উল্যাহর স্ত্রী শিউলীসহ দুই জনকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের মেয়ে বিলকিস জানান, রোববার মধ্যরাতে বৃষ্টির সময় ৭-৮ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা আমার বাবা ও মায়ের হাত-পা বেঁধে মূল্যবান জিনিস ও স্ট্যাম্পসহ বেশকিছু প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজ করে। ধারণা করছি, সেগুলো না দেওয়ায় শ্বাসরোধে তাদেরকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে মামলা হয়েছে।