কুমিল্লায় যুবলীগ নেতা খুন

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে শাহিন মজুমদার নামে এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের গেদু মজুমদারের ছেলে। তার মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

শাহিনের ছোট ভাই মাঈন উদ্দিন বলেন, রোববার গভীর রাতে থানা পুলিশ এসে আমাদেরকে ডেকে বলে তোমরা কয় ভাই? আমি জবাবে বলি তিন ভাই। শাহিন মজুমদার, মাঈন উদ্দিন মজুমদার ও আইন উদ্দিন মজুমদার। এ সময় পুলিশ বলে, ঘর থেকে বের হয়ে আমাদের সঙ্গে আসো। আমি পুলিশের সঙ্গে গেলে বাড়ির থেকে কিছু দূরে গিয়ে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখি। আলো দিতেই দেখি মরদেহটি আমার বড় ভাই শাহিন মজুমদারের। এ সময় দেহটির বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন দেখতে পাই। পরে পুলিশ মরদেহটি উদ্ধার শেষে থানায় নিয়ে আসে।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম