কুমিল্লায় মাটি কাটা নিয়ে ইউপি সদস্যকে খুন

 

কুমিল্লা প্রতিনিধি ঃঃ

কুমিল্লার মনোহরগঞ্জে পূর্ব-শত্রুতার জের ধরে আবদুর রহিম (৪০) নামের এক ইউপি সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের ধিকচান্দা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম ধিকচান্দা গ্রামের মৃত জাহিদ মিয়ার ছেলে। তিনি ঝলম উত্তর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার।

জানা যায়, গত কয়েকদিন ধরে পুকুরে মাটি কাটা নিয়ে মেম্বার আব্দুর রহিমের সঙ্গে একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রহমত আলীর বিরোধ চলছিল। সোমবার বিকালে রহমত আলী তাকে হত্যার হুমকি দেয়। মঙ্গলবার সকাল ৯টার দিকে বাজারে যাওয়ার পথে আগে থেকে ওঁৎপেতে থাকা রহমত আলী পেছন থেকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, এ ব্যাপারে মামলা হয়েছে। ঘটনার জড়িতকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

শিরোনাম