কুমিল্লার এমপি ফখরুলের হামলায় আহত উপজেলা চেয়ারম্যান ঢামেকে ভর্তি

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের হামলায় আহত দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৪০)কে স্থানীয় চিকিৎসা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতের দিকে ঢামেকের কেবিনে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সংসদের মেম্বারস ক্লাবে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত চলাকালে কুমিল্লার-৪ আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল তার ওপর হামলা চালান। এই হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিরোনাম