কুমিল্লায় দুই পক্ষের গোলাগুলিতে প্রাণ গেল ছাত্রলীগ কর্মীর ,গুলিবিদ্ধ-৩
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই-গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার দুপুরে সোয়া দুইটার দিকে শাসনগাছা রেলওয়ে পদচারী–সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম,জামিল হাসান অর্ণব (৩০)। তিনি শাসনগাছা মধ্যম পাড়ার আজহার উদ্দিন ছেলে। অর্ণব শাসনগাছা বাস টার্মিনালের সততা বাস সার্ভিসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী। আহতদের মধ্যে শাসনগাছা এলাকার নাজমুল জামান অনিক (২৮) ডান পায়ে, কেয়ামত উল্লাহ (৩৫) কোমরে এবং নুরুল আফসার মোহন (২২) পিঠে এবং নাজমুল হাসান (২৬) হাতের নিচে গুলিবিদ্ধ হয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, শাসনগাছা বাস টার্মিনাল এলাকার অবৈধ স্ট্যান্ড দখল ও আধিপত্য নিয়ে মোল্লাবাড়ি ও মধ্যমপাড়া এলাকার মধ্যে ঝামেলা হয়। গোলাগুলি হয়। এতে বুকে গুলি লেগে জামিল হাসান মারা যান। আরও তিনজন গুলিবিদ্ধ। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।