কুমিল্লায় চাচির কামড়ে প্রাণ গেল ভাতিজার!

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় চাচির কামড়ে প্রাণ গেল ভাতিজার।উপজেলার দাউদকান্দিতে গাছ লাগানোকে কেন্দ্র করে চাচির কামড়ে ভাতিজা সুমন মিয়ার (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন দশপাড়া গ্রামের মৃত শাহজালালের পুত্র। তিনি নারায়ণগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী ছিলেন। পুলিশ এ হত্যাকাণ্ডের ঘটনায় চাচি পারুল আক্তার (৪৫), তার স্বামী আলী মিয়া (৫৫), ছেলে রাব্বি আহমেদ ও মেয়ে তানিয়া আক্তারকে আটক করেছে।

জানা গেছে, নিহত সুমন মিয়া তার কর্মক্ষেত্র নারায়ণগঞ্জ থেকে বৃহস্পতিবার রাতে বাড়ি এসে দেখেন চাচি পারুল তার সীমানার জায়গাতে চারা গাছ লাগাতে গেলে সুমন তাকে নিষেধ করে। এতে চাচি পারুল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় চাচাতো ভাই ও বোন সুমনকে কিল-ঘুষি মারে। পরে তার চাচি পারুল আক্তার সুমন মিয়ার অণ্ডকোষে কামড় মারলে, সে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে মৃত.ঘোষণা করে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম