সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
১৪ বছরের এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে উইসকনসিনের মনরো কাউন্টির ৭৪ বছর বয়সী এক প্রাক্তন প্রাইভেট স্কুল শিক্ষিকাকে। সাজার মেয়াদ বেশ বড়। অপরাধের জেরে ৬০০ বছরের কারাদণ্ডের মুখোমুখি অ্যানি এন. নেলসন-কোচ নামের ওই শিক্ষিকা।
উইসকনসিন স্টেট জার্নাল রিপোর্ট অনুসারে, ১৪ বছর বয়সী ওই ছাত্রের ওপর একাধিকবার যৌন নির্যাতন করেছেন অ্যানি। ২৫ টি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে।