কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে বাবার ফাঁসির আদেশ

 

রাজশাহী প্রতিনিধি ঃঃ

রাজশাহীতে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে তার বাবাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মনসুর আলম এ রায় ঘোষণা করেন।

এর আগে স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজের জন্য স্ত্রী বাইরে গেলে ঘুমন্ত অবস্থায় গলায় ছুরি ধরে নিজের (১৪) বছরের কিশোরী মেয়েকে ধর্ষণ করেন নজরুল ইসলাম ওরফে নজরুল কসাই (৫০) নামে এক বাবা।

২০১৮ সালের ১৪ মে ভোরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার সিলিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনাটি কাউকে জানালে তার মাকে গলা কেটে হত্যা করা হবে বলেও মেয়েকে হুমকি দেন নজরুল।

২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি এ ঘটনায় নজরুলের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

শিরোনাম