কিশোরগঞ্জে হাতুড়িপেটা করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা,ঘাতক স্বামী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে স্ত্রীকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে মগজ বের করে হত্যার কথা স্বীকার করেছেন স্বামী। পিবিআইয়ের হাতে গ্রেপ্তারের পর গত শুক্রবার সন্ধ্যায় আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজুল কাউছারের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ঘাতক স্বামী ফয়েজ উদ্দিন।

এ সময় হত্যার কারণ সম্পর্কে ফয়েজ উদ্দিন জানান, পরকীয়ার সন্দেহে মনোমালিন্য ও চার ডজন জুতার প্যাকেট না করায় অন্তঃস্বত্ত্বা স্ত্রী সেলিনাকে তিনি হত্যা করেছেন। আদালতের নির্দেশে ফয়েজ উদ্দিনকে জেলহাজতে পাঠানো হয়েছে। ফয়েজ উদ্দিন ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম