কিশোরগঞ্জ প্রতিনিধি ঃঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে নিদান মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত পুত্র। গত শুক্রবার রাত অনুমানিক ১১টার দিকে পৌর এলাকার দড়িচরিয়াকোনা নামক স্থানে ঘটনাটি ঘটে। গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পরে স্থানীয়রা নিহতের পুত্র হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করে।
জানা গেছে, শুক্রবার রাতে কদমতলী বাজার থেকে বাড়ি ফিরছিলেন নিদান মিয়া। আগে থেকেই সড়কের পাশে ধান ক্ষেতের নিকট ধারালো অস্ত্র নিয়ে ওৎপেতে ছিল পুত্র হৃদয় মিয়া। নিহত নিদান মিয়া ধান ক্ষেতের নিকট পৌঁছলে তাকে এলোপাতারী কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায় তার ছেলে। এ সময় ধারালো অস্ত্রটি ধানক্ষেতে রেখে যায়।
এ ব্যাপারে মামলা হয়েছে। পুশি জানায়, এ ঘটনার ঘাতক পুত্রকে ধরার জোর চেষ্টা চলছে।