কিশোরগঞ্জে নির্বাচনী সহিংসতায় গুলি করে যুবলীগ নেতাকে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি ঃঃ
রোববার তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে নির্বাচনী সহিংসতার সময় পুলিশের ছিটা গুলিতে গুরুতর আহত হওয়া যুবলীগ নেতা মো. দেলোয়ার হোসেন (৪০) হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যুবলীগ নেতা দেলোয়ারের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোক নেমে এসেছে।

জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ গোবরিয়া (জাব্বা পাড়া) ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পুলিশের ছিটা গুলিতে আহত হয়ে দেলোয়ার হোসেনসহ একই গ্রামের রানা, সাথিল ও ছাব্বির আহত হন।

পরে গুরুতর আহত দেলোয়ার হোসেন ২৯শে নভেম্বর রাতে ঢাকা হেল্‌থ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য আহতরা ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত যুবলীগ নেতা মো. দেলোয়ার হোসেন কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়া গ্রামের মুহাম্মদ ইব্রাহিম মিয়ার ছেলে।

ঘটনা প্রসঙ্গে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানান, ঘটনার দিন ওই কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ বাধলে পরিস্থিতি শান্ত করতে পুলিশ গুলি করতে বাধ্য হয়। ওইদিন দেলোয়ার আহত হয়েছেন জানতাম কিন্তু মারা গেছেন এ খবর এখনো পাইনি।

শিরোনাম