কিশোরগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমূল হুদা (৩০) ছুরিকাঘাতে খুন হয়েছেন। বুধবার (৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ দিলু (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। নিহত নাজমুল হুদা উপজেলার জয়কা ইউনিয়নের পশ্চিম কান্দাইল কামারাটিয়া গ্রামের মৃত মজনু খানের ছেলে। অন্যদিকে আটক হওয়া দিলু একই গ্রামের মনির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের দিন মঙ্গলবার (৩ মে) বিকাল ৪টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে সুজন নামে এক যুবককে নাজমুলের এক বন্ধু থাপ্পড় মারে। বিষয়টি নিয়ে বুধবার (৪ মে) সকালে স্থানীয় মৌলভীবাজারে দরবার অনুষ্ঠিত হয়। দরবারে বিষয়টি মিমাংসা হওয়ার পর পরই কাছের ঈদগাহ সংলগ্ন রাস্তায় ইমরানকে সবুজ মিয়া (৫৩) কিলঘুষি দেয়। এ সময় নাজমুল তাকে নিবৃত্ত করতে গেলে সবুজের ছোট ভাই কিরন মিয়া (৪৫) নাজমুলের উপর চড়াও হয়ে তাকে ঘুষি মেরে ফেলে দেয়। তখন নাজমুলের বুকে সবুজ মিয়া ছুরিকাঘাত করে। এরপর কিরনের ছেলে সাকা (২৫) গিয়ে নাজমুলের পিঠে ছুরিকাঘাত করে। এ সময় প্রতিপক্ষের অন্যরাও গিয়ে তাকে মারপিট করলে তাকে হাসপাতালে নিয়ে গেলে তারমৃত্যু নিশ্চিত করে কর্তব্যরত ডাক্তাররা। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় দিলু নামের একজনকে গ্রেফতার করেছে।

শিরোনাম